Subscribe Us

header ads

ফেসবুকের নতুন লোগো

 নতুন লোগো ফেসবুকের



ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য অ্যাপ থেকে মূল প্রতিষ্ঠানকে আলাদা করতে নতুন লোগো উন্মোচন করেছে ফেসবুক। নতুন এই লোগোটি মূল ফেসবুকের মোবাইল অ্যাপ থেকেও প্রতিষ্ঠানকে আলাদা রাখবে।


এক্ষেত্রে সামাজিক মাধ্যমের লোগো থাকছে অনেকটা আগের মতোই। নতুন লোগোতে ফেসবুকের সবগুলো অক্ষরই ক্যাপিটেল রাখা হয়েছে। আগে থেকেই যেসব অ্যাপ বা পণ্যের রঙ ছিল সে অনুযায়ী ফেসবুকের মূল লোগোরও রঙ পরিবর্তন করা হয়েছে।  সোমবার এক বিবৃতিতে প্রতিষ্ঠানের প্রধান বিপণন কর্মকর্তা অ্যান্টোনিও লুসিও বলেন, স্বচ্ছতার জন্যই নতুন ব্র্যান্ডিংয়ের নকশা করা হয়েছে এবং কাস্টম টাইপোগ্রাফি ও বড় হাতের অক্ষর ব্যবহার করা হয়েছে যাতে প্রতিষ্ঠান এবং অ্যাপকে চোখে দেখে আলাদা করা যায়।




সংবাদমাধ্যমের খবরে বলা হয়, আগে ফেসকবুকের লোগোতে প্রথম অক্ষর ব্যতীত বাকিগুলো ছিল স্মল লেটারে (Facebook)। নতুন লোগোতে সবগুলো অক্ষরই দেখা যাবে ক্যাপিটাল লেটারে (FACEBOOK)। এছাড়া লোগোর রঙেও পরিবর্তন করা হয়েছে। এর আগে রঙ ছিল নীল। নতুন লোগো হবে মাল্টিকালারের।





Post a Comment

0 Comments